নাটোর প্রতিনিধি :
ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমালোজি এন্ড অর্থপেডিক রিহ্যাবিলাইটেশন (নিটোর) বা পঙ্গু হাসপাতাল, ঢাকায় যোগদান করেছেন অর্থপেডিক কনসালটেন্ট ডা. মো. তৈমুর রহমান টেলু। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগি অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
২০২৫ সালের ২ মার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমালোজি এন্ড অর্থপেডিক রিহ্যাবিলাইটেশন (নিটোর) বা পঙ্গু হাসপাতাল, ঢাকায় বদলি হয়ে ৮ মার্চ যোগদান করেন।
বদলি জনিত বিদায় উপলক্ষে মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) তাঁর ফেসবুক স্ট্যাটাসে জানান, ‘রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির ইফতার ও বদলি জনিত কারণে বিদায়। পরবর্তী কর্মস্থল নিটোর বা পঙ্গু হাসপাতাল, ঢাকা। পেছনে রয়ে গেল অনেক সুন্দর সুন্দর স্মৃতি যা কখনো ভুলবার নয়। ধন্যবাদ শিক্ষক সমিতির সকল সদস্যকে, বিশেষ করে ডাক্তার মনোয়ার তারিক সাবু ভাইকে। যার সহযোগিতা ও সহমর্মিতায় আমার সময়গুলো অনেক সুন্দর কেটেছে। ভালো থাকবেন সাবু ভাই, আল্লাহ্ আপনাকে ও আপনার পরিবারের সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ ৩৫তম ব্যাচের রাজশাহীর সবাইকে, আরো ধন্যবাদ রাজশাহী মেডিকেলের ছোট ভাইয়েরা। যারা আমাকে এতটাই ভলোবেসেছে আমি নিজেও বুঝতে পারিনি। ডাবলু তোমাকে অনেক ধন্যবাদ। আরও ধন্যবাদ রাজশাহী মেডিকেল কলেজের আর্থোপেডিকস বিভাগের সবাইকে।’
নাটোরের লালপুরের মোহরকয়া গ্রামে ১৯৭৫ সালের ২০ জানুয়ারি জন্মগ্রহণ করেন ডা. মো. তৈমুর রহমান টেলু। পিতা মরহুম আকিম উদ্দিন ও মাতা তহমিনা খাতুন। স্ত্রী ডা. রেজওয়ানা শারমিন লিমা। তাঁদের সন্তান রাদিব রিফা রহমান ও তাহিয়া রুহামা রহমান।
তিনি বিলমাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল থেকে এসএসসি, রাজশাহী কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস (অর্থোপেডিক), ভারতের কমরাটর গঙ্গা হাসপাতাল থেকে উচ্চতর প্রশিক্ষণ স্পাইন সার্জারি ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০৬ সালের ২১ আগস্ট ২৫তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে মেডিকেল অফিসার পদে যোগদান করেন। অর্থপেডিক কনসালটেন্ট হিসেবে নাটোর আধুনিক হাসপাতাল ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ কর্মরত ছিলেন। সহকারী অধ্যাপক হিসেবে ২০২৩ সালে অক্টোবর মাসে পদোন্নতি পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যোগদান করেন। তিনি ২০২৫ সালের ২ মার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমালোজি এন্ড অর্থপেডিক রিহ্যাবিলাইটেশন (নিটোর) বা পঙ্গু হাসপাতাল, ঢাকায় বদলি হয়ে ৮ মার্চ যোগদান করে কর্মরত আছেন।