নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে আগামী ১৫ মার্চ ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ (এ্যাডভোকেসী) ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) হাসপাতালের সভা কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. এ এস এম আলমাসের সভাপতিত্বে এ সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) মো. হাসানুজ্জামান খান, মেডিকেল অফিসার (রোগতত্ত্ব) ডা. ওয়ালিউজ্জামান পান্না, ডা. মো. খোরশেদ আলম রানা, স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, ইপিআই টেকনিশিয়ান মো. ফাকরুজ্জামান সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মী, সাংবাদিক ও সুধীজন।
সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ, শনিবার সারাদেশে টিকাদান জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলায় ৬ মাস থেকে ১ বছর বয়সী ৩ হাজার ৩১৩ জন (নীল ক্যাপসুল) এবং ১ থেকে ৫ বছর বয়সী ২৯ হাজার ১০০ জন শিশুকে (লাল ক্যাপসুল) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২৪১ টি কেন্দ্রে স্বেচ্ছাসেবীরা সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করবেন। এ বিষয়ে প্রতিটি মসজিদে জুম্মার খুতবা, মাইকিং, মোবাইল এসএমএস, সোশাল মিডিয়া ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে (প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স) ব্যাপকভাবে প্রচারণা ও জনসচেতনতা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া হয়েছে।