নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব দুড়দুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আজিজুল আলম মক্কেল (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১৬ মার্চ ২০২৫) রাত ১০টায় বেরিলাবাড়ি ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বেলা সাড়ে ৩টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
নাটোরের লালপুর উপজেলার আট্টিকা গ্রামে ১৯৫৪ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন মো. আজিজুল আলম মক্কেল। পিতা মরহুম মজের উদ্দিন খান ও মাতা মরহুম রমেজান বেওয়া। স্ত্রী মোছা. মমেনা খাতুন। তাঁরা ৪ ছেলে ও ৬ মেয়ের জনক। তিনি ২০২৫ সালের ১৬ মার্চ ইন্তেকাল করেন।
তিনি পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, সাঁড়া মাড়োয়ারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭২ সালে এসএসসি পাশ করেন। তিনি কিছু দিন শিক্ষকতা পেশায় ছিলেন।
তিনি ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ও দুড়দুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।