বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ সম্পর্কিত কর্মশালা

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নতুন উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে ব্র্যাকের উদ্যোগে এ কর্মশালা হয়।
এতে ব্রাকের জেলা সমন্বয়ক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রুপেশ বিশ্বাস, মমিনুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার জিয়াউল হক, অ্যাসোসিয়েট অফিসার সালমা বেগমসহ বিভিন্ন ব্যাংক ও ঋণদাতা আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, ব্র্যাক থেকে প্রশিক্ষণ নেওয়া উদ্যোক্তারা।
কর্মশালায় ব্যাংক কর্মকর্তা এবং এনজিও কর্মকর্তারা উদ্যোক্তাদের জন্য তাদের নিজেদের প্রকল্পসমূহ তুলে ধরেন। সেই সাথে উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.