নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের জাগরনী স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগে ভর্তিকৃত রোগীদের জন্য ইফতারির আয়োজন করা হয়।
শনিবার (২২ মার্চ ২০২৫) ঢামেক হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সার্বিক তত্ত্বাবধায়নে ইফাতারি স্পন্সর করেন ক্লাবের উপদেষ্টা মো. রিয়াসাত হাবীব অপু। বর্তমান শিক্ষকবৃন্দ ও সিনিয়র-জুনিয়র সবাই জাগরনী স্পোর্টিং ক্লাবের পাশে থাকার সম্মতি জ্ঞাপন করেন। উপস্থিত ছিলেন, ক্লাবের অন্যতম কর্ণধার ডা. আহমেদ রিজভী, সহঅধিনায়ক সাগর আহমেদ নিয়াজ প্রমুখ।