শুক্রবার | ৪ এপ্রিল, ২০২৫ | ২১ চৈত্র, ১৪৩১

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডা. মুনজুর

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) হিসেবে যোগদান করেছেন ডা. মো. মুনজুর রহমান।
সোমবার (২৪ মার্চ ২০২৫) লালপুর ইউএইচএফপিও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) কর্মকর্তা।
নবাগত ইউএইচএফপিও ডা. মো. মুনজুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন, হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. সুরুজ্জামান শামীম, ডা. মো. খোরশেদ আলমসহ কর্মকর্তা ও কর্মচারীরা।


এর আগে তিনি মেডিকেল অফিসার হিসেবে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে নাটোর সদর আধুনিক হাসপাতাল এবং ২০২২ সালের ১০ মার্চ পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করে কর্মরত ছিলেন।
তিনি বড়াইগ্রামের কুমরুল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি, আহমেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বনপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী মেডিকেল কলেজ থেকে ২০০৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমরুল গ্রামে ১৯৮২ সালের ১৯ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। পিতা মো. আব্দুস সামাদ সরকার ও মাতা মোছা. মনোয়ারা বেগম। স্ত্রী নিলুফার ইয়াসমিন। তাঁদের সন্তান জারিন মুসাররাত জেরিন ও মাহাদি হাসান।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.