ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ সার্কেল’ ঈশ্বরদীর অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকালে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী রেডিং টিম এই অভিযান পরিচালনা করে।
পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন মহাদেবপুর গ্রামে আলাল সরদার (৩০) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। আলাল জনৈক মজিবুল ইসলামের পুত্র। এঘটনায় মামলা দায়ের করে আসামীকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।