বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

মহান স্বাধীনতা দিবস উদযাপন

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ ২০২৫) উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তপোধ্বনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এর আগে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা হয়।


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির, লালপুর থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মো. নাঈম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানের প্রধানগণ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.