বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে যাবো-পুতুল

নাটোর প্রতিনিধি :
আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য একটি ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি। আমরা যে যেখানে আছি সেখানে থেকে চেষ্টা করছি একটি নতুন বাংলাদেশ করার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমন্বত করার জন্য আমরা যেন বাংলাদেশের সকল নাগরিক কাজ করতে পারি। ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি। যতদিন পর্যন্ত গণতন্ত্র পুন:প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে সুসংগঠিত করার জন্য আমরা মাঠে কাজ করে যাবো। সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেভাবে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি, সেভাবে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো। নতুন বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ।
শনিবার (২৯ মার্চ ২০২৫) নাটোরের লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপি এবং সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন- নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির মানবাধিকার কেন্দ্রীয় কমিটির সদস্য, বিএনপি মিডিয়া সেলের সদস্য, স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্যা চেয়ারপারসন’স ফরেন এফেয়ার্স এডভাইসরি কমিটির সদস্য এডভোকেট ফারজানা শারমিন পুতুল।


গোপালপুর পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলামের সভাপতিত্বে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সম্মানিত সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজন।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা নান্নু, হামিদুর রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, যুগ্ম আহ্বায়ক আসলাম আলী।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, গোপালপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, লালপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু রায়হান, গোপালপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক হাসান আলী, লালপুর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি প্রমুখ।
এছাড়া লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপিসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.