বৃহস্পতিবার | ৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১

গুলিবিদ্ধ বিএনপি কর্মীর সুজাতের দায়িত্ব নিলেন পুতুল, বিক্ষোভ কর্মসূচি

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত সুজাত নামে এক বিএনপি কর্মীর দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৩১ মার্চ ২০২৫) রাতে রাজশাহী মেডিকেল এ চিকিৎসাধীন অবস্থায় আহত সুজাত আলীকে দেখতে গিয়ে চিকিৎসার সার্বিক খোঁজ খবর ও দায়িত্ব নেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বিএনপির মানবাধিকার বিষয়ক সদস্য, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সদস্য এবং মিডিয়া সেলের অন্যতম সদস্য, নাটোর-১ (লালপুর বাগাতিপাড়া) ধানের শীষের পদপ্রার্থী এ্যাড. ফারজানা শারমিন পুতুল।


এর আগে বিকেলে আহতদের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) বিকেল ৪ টায় রামকৃষ্ণপুর চিনিবটতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন। এ বিষয়ে নিশ্চিত করেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জুসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু বলেন, সংঘর্ষের পর পরই গুলিবিদ্ধ সুজাত আলীর অপারেশনসহ আহতদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা করেন। যাতে বড় ধরনের আর কোন ক্ষতি না হয় সেই জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রশাসনিক সব ধরণের যোগাযোগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছেন।
সোমবার (৩১ মার্চ ২০২৫) উপজেলার লালপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর চিনিবটতলা ঈদগাহ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষে বিএনপি কর্মী সুজাত আলী গুলিবিদ্ধসহ ৫ জন আহত হন। তারা হলেন, রামকৃষ্ণপুর গ্রামের লোকমান মন্ডলের ছেলে সাব্বির হোসেন (২৪), মো. আরজেত আলীর ছেলে সুজাত আলী (৩৫), আয়ুব উদ্দিন মন্ডলের ছেলে মো. হায়াত উদ্দিন (৭০), বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে মো. জিয়াউর রহমান (৪৭), খোলা কাগজের লালপুর প্রতিনিধি উত্তর লালপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে তুষার ইমরান (২২)।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.