বৃহস্পতিবার | ৩ অক্টোবর, ২০২৪ | ১৮ আশ্বিন, ১৪৩১

বাগাতিপাড়ায় রাস্তার কাজের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় দুইটি রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর ২০২৩) উপজেলার চকতকিনগর ও সলইপাড়া গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এ সময় উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক ইউনুস আলী, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য মো. রেজাউল করিম রেজা, বাগাতিপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আজিজুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদ।সদস্য মো. বেলাল হোসেন, পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ৯৬ লাখ টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলার চকতকিনগর জলিলের বাড়ি হইতে চকগোয়াস দক্ষিণপাড়া জামে মসজিদ ভায়া নয়েজ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ১১৫০মিটার রাস্তা এবং ৬১ লাখ টাকা ব্যয়ে বাগাতিপাড়া উপজেলার সলইপাড়া সামাদের জমির নিকট হতে মালিগাছা ইউনুসের বাড়ি ভায়া প্রতাপপুর মসজিদ পর্যন্ত ৮০০মিটার রাস্তা কাজের উদ্বোধন করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.