বুধবার | ১৬ এপ্রিল, ২০২৫ | ৩ বৈশাখ, ১৪৩২

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ জন গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ৩ জন গ্রেফতার হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের মধ্যে রয়েছে পাবনা সদর থানার অনন্ত (দক্ষিণ রামচদ্রপুরের) এলাকার হাতেম আলীর পুত্র ইমন আলী (১৫), ভাংগুড়া থানার বেতবারিয়া গ্রামের চাঁদ আলীর পুত্র সামীম (২৮) এবং ঈশ্বরদীর আজমপুর গ্রামের জাবেদ আলীর পুত্র জাহিদুল ইসলাম (৪১)।

থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ঈশ্বরদী থানায় মোটরসাইকেল চুরির মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতে পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় থানার ওসি’র নের্তৃত্বে একটি টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঈশ্বরদীর দাশুরিয়ায় সোনালী ব্যাংকের সামনে হতে আন্তঃজেলা মোটরসাইকেল চোর ইমন আলীকে প্রথমে গ্রেফতার করে। ইমনকে জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অপর দুই চোর আটক ও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে রয়েছে দুটি এ্যাপাচি আরটিআর এবং সিবি ১৫০ সিসি।

ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, গ্রেফতারকৃত আসামিরা সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চুরিসহ একাধিক মামলা আছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.