শনিবার | ১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২

ঈশ্বরদীতে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও ২ চোর গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ চোর চক্রের ২ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের মধ্যে রয়েছে মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর মন্ডলপাড়া গ্রামের আবুল কালামের পুত্র মো. বাদশা (২৫) এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহিরমাদী পোয়ালবাড়ী গ্রামের পলান মন্ডলের পুত্র আজিজুল ইসলাম (২৮)।

থানা সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল ঈশ্বরদী থানায় মোটরসাইকেল চুরির মামলা দায়ের হয়। এই মামলার প্রেক্ষিতে পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় থানার ওসি’র নের্তৃত্বে একটি টিম গোপন সংবাদ ও আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রূপপুর বাসষ্ট্যান্ড মোড় হতে প্রথমে বাদশাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ এবং তার দেওয়া তথ্য অনুযায়ী অপর আজিজুল ইসলাম আটক ও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধারকৃত মোটরসাইকেলের এ্যাপাচি আরটিআর এবং বাজাজ ১২৫ সিসি ডিসকভার।

ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, বিগত এক মাসে সর্বমোট ১৪ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং সংঘবদ্ধ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ১২ জন সক্রিয় সদস্য আটক করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.