ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী থানা পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান উদ্ধার হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিকালে থানার ওসি আগ্নেয়াস্ত্র উদ্ধারের খবর জানিয়েছেন।
থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার গভীর রাতে দাশুরিয়া ইউনিয়নের পাকুরিয়া ডিগ্রীপাড়া গ্রামে ঈশ্বরদী থেকে পাবনাগামী হাইওয়ের আশেপাশে কিছু দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে বলে পুলিশ জানতে পারে। এই সংবাদ পাওয়ার পর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম শহীদের নের্তৃত্বে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিযে যায়।
পুলিশ ঘটনাস্থল ও আশেপাশে তল্লাশি চালিয়ে জঙ্গলে ঘাসের মধ্যে একটি এক নল বিশিষ্ট ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ওয়ান শুটার গানটি লোহার তৈরি এবং তার গায়ে ইংরেজিতে BARMA লেখা আছে বলে থানা জানিয়েছে।