মঙ্গলবার | ১৯ আগস্ট, ২০২৫ | ৪ ভাদ্র, ১৪৩২

অবস্থান কর্মসূচি: পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিি

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা:

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বাপশক) স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মন্ত্রণালয়ের ‘অযাচিত হস্তক্ষেপের’ প্রতিবাদে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে কমিশনের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, কমিশনের নীতিনির্ধারণী শীর্ষপদ দীর্ঘদিন শূন্য থাকায় স্বতন্ত্র সিদ্ধান্ত গ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। ২০১১ সালে কমিশনের জিও প্রদানের ক্ষমতা মন্ত্রণালয়ের হাতে যাওয়ার পর থেকে বিদেশে উচ্চশিক্ষায় যেতে বারবার প্রশাসনিক বাধার মুখে পড়ছেন বিজ্ঞানীরা। স্কলারশিপ থাকা সত্ত্বেও অনুমোদন না পাওয়ার অভিযোগ রয়েছে। বিপরীতে, মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিয়মিত বিদেশ সফরে যাচ্ছেন।

বেতন-বৈষম্যের বিষয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ২০১৫ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সমতুল্য সুবিধা পেলেও পরে বিজ্ঞানীরা তা থেকে বঞ্চিত হন। নবসৃজিত পদে গ্রেড অবনমন করায় সৃষ্টি হয়েছে আর্থিক ও প্রশাসনিক জটিলতা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কমিশনের মালিকানাস্বত্ব থাকলেও তাদের ভূমিকা খর্ব করার অভিযোগও তোলা হয়।

অন্যদিকে কমিশনের আর্থিক কার্যক্রমে আইবিএএস++ সিস্টেম চাপিয়ে দেওয়ার উদ্যোগ এবং মার্চ মাস পর্যন্ত বেতন বন্ধ থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। জনবল সংকট ও পদোন্নতির অভাবেও গবেষণা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে দাবি করেন অংশগ্রহণকারীরা। তরুণ মেধাবীরা পর্যাপ্ত সুযোগ না পেয়ে পেশা বদল করছেন বলেও উদ্বেগ প্রকাশ করা হয়।

সংকট উত্তরণে বিজ্ঞানীরা সাত দফা দাবি উত্থাপন করেন—কমিশনের পূর্ণ স্বায়ত্তশাসন, উচ্চশিক্ষার অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ, বেতনবৈষম্য নিরসন, পদোন্নতি ও নতুন পদ সৃষ্টি, রূপপুরে কমিশনের মালিকানাস্বত্ব রক্ষা, আইবিএএস++ এর বিকল্প পদ্ধতি এবং বিজ্ঞানীদের জন্য বিশেষ ভাতা ও সুযোগ-সুবিধা চালু করা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামশাদ বেগম কোরাইশী, রসায়ন বিভাগের প্রধান ড. ইয়াসমিন নাহার জলি, বস্তু বিজ্ঞান বিভাগের প্রধান ড. প্রকৌশলী শেখ মনজুরা হক ও ড. মো. মাহবুবুল হক, ইলেকট্রনিক্স বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং প্রকৌশল ও সাধারণ কার্যনির্বাহী বিভাগের প্রকর্মী-১ মো. কামরুজ্জামান উজ্জ্বল।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.