রবিবার | ২৭ এপ্রিল, ২০২৫ | ১৪ বৈশাখ, ১৪৩২

ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার লালপুর বাজারে অভিযান চালিয়ে নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান এ জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. নাজমুল হাসান জানান, রোববার দুপুরে উপজেলার লালপুর বাজারে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনের ধারা: ৩৭ ও ৪২ মোতাবেক অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন ও নকল মোড়কে পণ্য বাজারজাতকরণের অপরাধে শ্রাবণী আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. কোরবান আলীকে ৪০ হাজার টাকা ও বর্ষা আইসক্রিম ফ্যাক্টরির স্বত্ত্বাধিকারী মো. আনোয়ারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.