নাটোর প্রতিনিধি :
শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে জামালপুর সর্বকালেই সমৃদ্ধ জনপদ। মুকুট বিহীন সম্রাট আনোয়ার হোসেন, ওস্তাদ ফজলুল হক, নাট্যকার আবদুল্লাহ আল-মামুন, অভিনেতা ও চিত্র পরিচালক আমজাদ হোসেনসহ শিল্প সংস্কৃতিতে যারা জামালপুরের ঝান্ডা এগিয়ে নিয়ে চলেছেন তাদের মধ্যে অন্যতম রুমী আজনবী। তিনি একাধারে নজরুল গবেষক, বিটিভি ও বেতারের সংগীত শিল্পী, জাতীয় কবি নজরুল ইনিস্টিটিউটের প্রশিক্ষক। তার বাবা ফজলুর রহমান আজনবীও সংগীত রচনা করতেন। দীর্ঘদিন ঢাকায় অবস্থান করলেও তার মনপ্রাণ থাকে জামালপুরে। অনেক দিন যাবৎ পরিকল্পনা ছিল রুমী আজনবীকে নিয়ে জামালপুরে সংগীত অনুষ্ঠানের আয়োজন করা।
দীর্ঘ প্রতীক্ষার পর গত ২৬ এপ্রিল ২০২৫ সন্ধ্যায় ‘হ্যাপি ভ্যাকেশন’ এর জামালপুর শাখার উদ্বোধন উপলক্ষে ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনে রুমী আজনবী তাঁর সুরের মুর্ছনায় উপস্থিত সকলকে বিমোহিত করেন।
ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি কবি আলী জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা, অধ্যাপক মাসুম আলম খান, অধ্যাপক আলী আকবর ফকির, অধ্যাপক আবু তালেবসহ জামালপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এতে রুমী আজনবীর ছাত্রছাত্রীরাও সংগীত পরিবেশন করেন। ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীরা আবৃত্তি করেন। অনুষ্ঠানে রুমী আজনবীকে ফুলের তোড়া, উত্তরীয় ও সম্মাননা স্মারক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে হ্যাপি ভ্যাকেশনের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান বক্তব্য রাখেন। রুমী আজনবীর তত্ত্বাবধানে জামালপুরে সংগীত কর্মশালা আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধ্রুবতারা সংস্কৃতি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান স্বাধীন ও মূল পরিকল্পনায় ছিলেন সুলতান মাহমুদ।