লালপুর (নাটোর) প্রতিনিধি
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল এক্সিলেন্স ক্যাটাগরিতে উল্লেখযোগ্য প্রশংসনীয় অবদানের জন্য নাটোরের লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানাকে শেখ রাসেল পদক ২০২৩ প্রদান করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর ২০২৩) তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান উত্তর ব্যাংক লালপুর শাখার ব্যবস্থাপক মো. আক্তার হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ও দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ পত্রিকার সম্পাদক ইমাম হাসান মুক্তি, নাজিরপুর ভোকেশনাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. মিজানুর রহমান, লাল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এস এম শামসুজ্জোহা, বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান জয়নাল, প্রাকীর্তি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জালাল উদ্দীন বাবু প্রমুখ।
ব্যতিক্রমী উদ্ভাবনী কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এই প্রথম ইউএনও হিসেবে রাষ্ট্রীয় পর্যায়ে সম্মাননা অর্জন করে লালপুরবাসী গর্বিত।
ইউএনও বলেন, শিক্ষা ক্ষেত্রে এই উদ্ভাবনী কার্যক্রম সারা দেশে বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।