বুধবার | ২ জুলাই, ২০২৫ | ১৮ আষাঢ়, ১৪৩২

ঈশ্বরদীতে জুলাই আন্দোলনে শহীদের স্মরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জল’ প্রতিপাদ্য করে জুলাই আন্দোলনে শহীদের স্মরণে ঈশ্বরদী কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আলোকবর্তিকা প্রজ্জ্বলন, নিরবতা পালন, জাতীয় ও গণসঙ্গীত পরিবেশন করা হয়েছে। মঙ্গলবার ( ১ জুলাই) রাতে বিএনপি, অংগ ও সহযোগী সংগঠন, সামাজিক সংগঠন মানাবসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী ও ছাত্র-জনতার উপস্থিতিতে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুর নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সিনিয়র নেতা আহসান হাবিব, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির দুলাল, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল ওমর খান সুমার, সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুজ্জোহা পিপপু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাঁড়া ইউনিয়ন বিএনপি,র সাবেক সভাপতি আক্কাস আলী, ঈশ্বরদী শিল্প ও বনিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বাায়ক মামুনুর রশিদ নান্টু, পৌর যুবদলের আহব্বাায়ক জাকির হোসেন জুয়েল, যুবদল নেতা মোস্তফা নুরে আলম শ্যামল, ঈশ্বরদী পৌরসভার সাবেক কমিশনার আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপির নেতা আবু সাঈদ লিটন, মানাবের মাসুম পারভেজ কল্লোলসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.