শুক্রবার | ১১ জুলাই, ২০২৫ | ২৭ আষাঢ়, ১৪৩২

উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে মিশকাতুল মঞ্জুর অর্থি

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি-২০২৫ পরীক্ষায় উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে যৌথভাবে মিশকাতুল মঞ্জুর অর্থি ও ফারহানা সরকার। তারা দুজনেই উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।
বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫) প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে তারা মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৪৮ পেয়ে নম্বর পেয়ে এই গৌরব অর্জন করে।
মিশকাতুল মঞ্জুর অর্থির বাবা বাগতিপাড়ার তকিনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক, যুগান্তর পত্রিকার প্রতিনিধি ও বাগতিপাড়া স্মার্ট প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক মন্জুরুল আলম মাসুম ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।


তার মা তমালতলা বালিকা আদর্শ উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানা বলেন, এর আগে মেয়ে মিশকাতুল মঞ্জুর অর্থি ২০২০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৫৯০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করে। সে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে মেধা যাচাই প্রতিযোগিতায় উপজেলায় সেরা নির্বাচিত হয় এবং বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি লাভ করে। তাঁদের অপর সন্তান মুহতাসিম মঞ্জুর ওহি বাগাতিপাড়ার একটি কেজি স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. শরিফ উদ্দিন খান এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, অর্থি একজন মেধাবী ছাত্রী। তার উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি আরও বলেন, নিজের পরিশ্রম আর পিতা মাতা ও প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষিকার সহযোগিতায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বর পেয়ে আমার প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করেছে।
এছাড়াও বাগাতিপাড়া সাংবাদিক, কলেজের সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা মনজুরুল আলম মাসুমের মেয়ে অর্থির জন্য ভালবাসা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অর্থি তার এই সাফল্যে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া ও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, এই কৃতীত্ব ধরে রেখে আগামীতে ডাক্তার হয়ে জনগণের সেবা করার প্রতিশ্রুতি ব্যক্ত করে দোয়া প্রার্থনা করেছে।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.