ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরেদী পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু বলেছেন, বিএনপি’র বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবো।
বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রচার-প্রচারণা এবং বিএনপি’র বিরুদ্ধে অপশক্তির ঘৃণ্য কর্মকান্ডের প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীতে বিশাল বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাকারিয় পিন্টু একথা বলেন।
এরআগে জাকারিয়া পিন্টু’র নের্তৃত্বে শহরের বাস টর্মিনাল হতে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিলে হাজার হাজার নেতা-কর্মী অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাকারিয়া পিন্টু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায় তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ ও কুৎসিত অপপ্রচার ও প্রপাগান্ডা চালানো হচ্ছে।
সমাবেশে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল। বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম মোস্তফা শ্যামল প্রমুখ।