বৃহস্পতিবার | ২৪ জুলাই, ২০২৫ | ৯ শ্রাবণ, ১৪৩২

মাইলস্টোনে নিহতদের স্মরণে ঈশ্বরদীতে বিএনপি’র দোয়া মাহফিল

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ট্রেনিং ফাইটার বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী, শিক্ষক ও আহতদের স্মরণে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড়ে বিএনপি নেতা ভিপি রেজাউল করিম শাহীনের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও সাবেক মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানের খতিব হাফেজ মাওলানা হাসান ভুঁইয়া। সঞ্চালনা করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমীন।

নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে এসময় বিশেষ মোনাজাত করা হয়।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.