রবিবার | ১৭ আগস্ট, ২০২৫ | ২ ভাদ্র, ১৪৩২

জন্মাষ্টমীতে বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে মঙ্গল শোভাযাত্রা

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঈশ্বরদীতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোটের ঈশ্বরদী উপজেলা ও পৌর কমিটি, হরে কৃষ্ণ সংঘ, রেনেঁসা মন্দির এবং দরিনারিচা হরিজন কলোনী মন্দিরের পক্ষ হতে যৌথভাবে মঙ্গল শোভাযাত্রাসহ পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়।

হরেকৃষ্ণ সম্প্রদায়ের মন্দির হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় ব্যান্ডপার্টি, খোল-করতালসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে এবং বর্ণিল সাজে সনাতন ধর্মালম্বিদের নারী ও পুরুষ অংশগ্রহন করেন।

এসময় মৌবাড়ি ও ঠাকুরবাড়ি বারোয়ারী মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজেশ সরাফ, সাংগাঠনিক সম্পাদক গোবিন্দ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মিলন রবিদাস, জাতীয় হিন্দু মহাজোটের ঈশ্বরদী উপজেলা কমিটির সভাপতি আশুতোষ পাল, সাধারণ সম্পাদক দেবদুলাল রায়সহ বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.