বৃহস্পতিবার | ২ অক্টোবর, ২০২৫ | ১৭ আশ্বিন, ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান মানুষের মনোজগতে পরিবর্তন এনে দিয়েছে

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরে ‘জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনারে বলা হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান মানুষের মনোজগতে পরিবর্তন এনে দিয়েছে’।
রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ডিগ্রী পাস ও অনার্স কলেজের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের রাজশাহী অঞ্চলিক পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান।
কলেজের অধ্যক্ষ ড. মো. ইসমত হোসেনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামি স্টাডিজ বিভাগের প্রফেসর হাফেজ আব্দুল্লাহ্ আল মামুন, মূখ্য আলোচক ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী।


এছাড়াও আলোচক ছিলেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব বিজনেস ম্যানেজমেন্ট এডমিনিষ্ট্রেশনের (আইবিএ) প্রফেসর ড. এম. গোলাম আরিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াজেদ আলী মৃধা, রাজশাহী মসজিদ মিশন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. শাহাদাৎ হোসাইন, কলেজের গভর্ণিং বডির সভাপতি মো. আজিজুর রহমান, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছিদ্দিক আলী মিষ্টু।
কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পাইকপাড়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আবুল কালাম আজাদ, মাজার শরীফ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট উইমেন্স কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, কলসনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. আলী জিন্নাহ।
এ সময় শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মোহরকয়া গ্রামের কৃতী লালপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ মো. আজিজুল হক, বিলমাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের সাবেক সিআইসি মো. বশির উদ্দিন, মোহরকয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম মো. ইসমাইল হোসেনকে (মরোনত্তর) সম্মাননা প্রদান করা হয়।
সেমিনারে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সামাজিক রাজনৈতিক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ সময় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত মোহরকয়া ডিগ্রী পাস ও অনার্স কলেজের প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্ঠা মরহুম প্রফেসর মো. মজিরুদ্দীন মিয়া (রবীন্দ্র বিশেষজ্ঞ), প্রতিষ্ঠাকালীন কমিটির সভাপতি মরহুম আলহাজ্ব মো. নায়েব উদ্দীন মন্ডল, প্রতিষ্ঠাকালীন কমিটির সম্পাদক মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু হেনা মোস্তফা কামাল (দুলাল ভান্ডারী), দাতা সদস্য মরহুম মো. আশরাফ আলী প্রামানিকসহ প্রতিষ্ঠাকালীন কমিটির ৩৭ জন সদস্যের নাম ফলক উন্মোচন এবং জুলাই বিপ্লব ২০২৪ এর শহীদদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন খামার পাথুরিয়া কওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মো. শিহাব উদ্দিন।
মূল প্রবন্ধে বলা হয়, ২৪ বিপ্লব অর্থবহ হবে কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে। যদিও এই বিপ্লবের মাধ্যমে মানুষ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। জনমনে স্বস্তি ফেরাসহ বিভিন্ন পরিবর্তন শুরু হয়েছে। বৈষম্য, চাকুরীতে কোটা ব্যবস্থা, ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থাসহ বিপ্লবের বিভিন্ন প্রেক্ষাপটের বিষয়ে প্রবন্ধে তুলে ধরা হয়। জুলাই বিপ্লবের প্রত্যাশার মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, জুলাই সনদ ঘোষণাসহ ১১ দফা প্রস্তাব পেশ করা হয়।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান মানুষের মনোজগতে পরিবর্তন এনে দিয়েছে। এর ইতিবাচক দিকগুলো ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে সকলকে দেশের জন্য কাজ করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে শিক্ষক ও শিক্ষার্থীদের চিন্তা-ভাবনা একাডেমিক দৃষ্টিকোণ থেকে আলোচনার জন্য সেমিনার থেকে উঠে আসা দিকনির্দেশনাগুলো দেশের ইতিবাচক সংস্কারে কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, ২০২৪-এর জুলাই মাসে যে অভ্যুত্থান দেশের আপামর জনগণ সংঘটিত করেছে তা একটি পূর্ণাঙ্গ বিপ্লবের সূচনা মাত্র। এদেশকে স্বকীয় স্বাধীন ও মর্যাদাপূর্ণ সত্তা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আদর্শভিত্তিক বিপ্লবের বিকল্প নেই।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.