
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে রান্নাঘর থেকে হাজেরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) ভোরে উপজেলার মাঝগ্রামের এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত হাজেরা বেগম ওই গ্রামের মৃত লোকমান আলীর স্ত্রী। বিষয়টি প্রাপ্তিপ্রসঙ্গকে নিশ্চিত করেছেন দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম লাভলু।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রান্নার প্রস্তুতি নিতে হাজেরা বেগমের পুত্রবধূ নুরজাহান বেগম রান্নাঘরে প্রবেশ করে দেখেন তার শাশুড়ি রান্নাঘরের বাঁশের তীরের সঙ্গে গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। এ সময় তার পা মাটিতে ছোঁয়া ও মুখে রক্তের দাগ দেখা গেছে। পরে স্থানীয়রা থানায় খবর দিলে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম প্রাপ্তিপ্রসঙ্গকে জানান, “বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে স্পষ্ট হবে।” এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে, বৃদ্ধার মৃত্যু ঘিরে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তের পর প্রকৃত কারণ উদঘাটন করা হবে।
সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ