সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

লালপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের লালপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ মো. সোহেল রানা (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে পার্শ্ববর্তী রাজশাহী জেলার বাঘা উপজেলার খানপুর গ্রামের মো. লাভলু মন্ডলের ছেলে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে সহ ওয়ারেন্ট ভুক্ত আরও ৫ আসামিকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লালপুর থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব একটি চৌকস দল উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় সন্দেহভাজন সোহেল রানাকে তল্লাশি করে তার কাছ থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে আটক যুবককে লালপুর থানায় সোপর্দ র‍্যাব। এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রাপ্তিপ্রসঙ্গকে জানান, আটক সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সহযোগীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া একই দিনে লালপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত পাঁচ আসামিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তারা হলেন—ফুলবাড়ি গ্রামের মোনায়েম হোসেনের ছেলে মো. হোসাইন আলী, মোহরকয়া গ্রামের হাসমত আলীর স্ত্রী ফিরোজা খাতুন, বালিতিতা রামকৃষ্ণপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে আকাশ আলী, ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের শাহাদাত হোসেনের ছেলে রিপন আলী ও মৃত শফিক উদ্দিনের ছেলে শিহাব উদ্দিন।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.