নিজস্ব প্রতিবেদক:
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। আজ বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে। সমাজে কন্যাশিশুর মর্যাদা প্রতিষ্ঠায় পরিবারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: শাহিনা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, নারী সংগঠনের প্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ