নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান – ২০২৫। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সনদ ও পুরস্কার প্রদান করা হয়।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মো. সাইদুজ্জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ বেতারের উপস্থাপক মো. শহিদুল হক সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ। তিনি বলেন, “কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরাও বাংলাদেশের সম্পদ। তারাও সমানভাবে সকল সুযোগ-সুবিধার দাবিদার। ভবিষ্যতে সরকার গঠন করলে তাদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “বহু ত্যাগ, রক্ত ও সংগ্রামের মাধ্যমে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। ১৯৫২, ১৯৭১ ও ২০২৪ সালে ছাত্রজনতা বৈষম্যহীন সমাজের জন্য প্রাণ দিয়েছে। কিন্তু বৈষম্য বারবার ফিরে এসেছে। যদি আমরা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে পারি, তবে দুর্নীতি, মাদক ও অন্যায় কমে আসবে। আজকের শিশুরাই হবে আগামীর নেতৃত্ব। বাংলাদেশের ভবিষ্যৎ।”
তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন দেখে নয়, বরং মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীরা সব জায়গায় সুযোগ পাবে। যার মেধা থাকবে, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। সেই লক্ষ্যে কাজ করবে জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. ইস্কান্দার আলী হাওলাদার। তিনি কিন্ডারগার্টেন শিক্ষার সূচনা, বিকাশ ও শিক্ষাক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষিত মানবসম্পদ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহত জুলাই যোদ্ধা মো. মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শিক্ষা সচিব মো. আলহাজ উদ্দিন রোহিত, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এড. মাসুদ রানা, বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনেরা।
শেষে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন ১৭টি প্রতিষ্ঠানের ২০২২, ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে বৃত্তিপ্রাপ্ত ৬৫৪ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ