সোমবার | ১৩ অক্টোবর, ২০২৫ | ২৮ আশ্বিন, ১৪৩২

লালপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী যুব সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী যুব সমাবেশ করেছে। গতকাল বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের দলীয় প্রার্থী ও লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা যুব বিভাগের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয় নিশ্চিত করতে যুব বিভাগকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। মাঠে ময়দানে  যেকোনো কাজের চেয়ে এখন নির্বাচনী কাজকে বেশি গুরুত্ব দিতে হবে। কেউ যদি জোর করে ভোট নিতে চাই, সেক্ষেত্রে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।

প্রধান বক্তা হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “আমি নির্বাচিত হলে লালপুর – বাগাতিপাড়ায় বেকারত্ব সমস্যার সমাধান করা হবে। চাঁদাবাজদের কোন স্থান এই বাংলায় হবে না। রেল স্টেশনগুলো উন্নত করা হবে। ঈশ্বরদী বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু করা হবে। নাগরিকদের ন্যায় ও ইনসাফ ভিত্তিক অধিকার নিশ্চিত করা হবে। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, দৈনিক প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.