বুধবার | ১৫ অক্টোবর, ২০২৫ | ৩০ আশ্বিন, ১৪৩২

লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
‘হাত ধোয়ার নায়ক হোন’ (Be a Hand Washing Hero) এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ পালিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বলেন, “বর্তমানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব অপরিসীম। হাত ধোয়া শুধু একটি অভ্যাস নয়, এটি রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়। সঠিক নিয়মে হাত ধোয়ার মাধ্যমে আমরা ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানা সংক্রামক রোগ থেকে নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে পারি।”
তিনি আরও বলেন, “নিয়মিত ও সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস শিশুদের মধ্যে রোগ সংক্রমণ কমিয়ে এনে তাদের সুস্থ ও নিরাপদ শৈশব নিশ্চিত করতে পারে। জনস্বাস্থ্য রক্ষায় এই অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতে হবে। আজকের প্রতিপাদ্যের আহ্বান অনুযায়ী আমাদের প্রত্যেকেরই উচিত সচেতন হয়ে নিজে ‘হাত ধোয়ার নায়ক’ হয়ে ওঠা এবং অন্যদেরও উদ্বুদ্ধ করা।”
এর আগে সঠিকভাবে হাত ধোয়ার কলাকৌশল প্রদর্শন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড় , জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আরাফাত হোসেন, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.