বৃহস্পতিবার | ১৬ অক্টোবর, ২০২৫ | ৩১ আশ্বিন, ১৪৩২

লালপুরে ৮ম উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের লালপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৮ম উপজেলা কাব ক্যাম্পুরী ২০২৫-এর শুভ উদ্বোধন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা স্কাউটসের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুল মাঠে চারদিন ব্যাপী এই কাব ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা কাব স্কাউটসের সভাপতি মো. মেহেদী হাসান। চারদিন ব্যাপী ক্যাম্পুরীতে ৫৬টি বিদ্যালয়ের ইউনিট লিডারসহ ৩৯২ জন কাব স্কাউটস সদস্য নানা ধরনের সৃজনশীল, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক আব্দুল মালেক রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ওয়াজেদ আলী মৃধা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নার্গিস সুলতানা। তারা সবাই কাব স্কাউটদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। এর আগে অতিথিরা জাতীয় পতাকা, স্কাউটস পতাকা, কাব ক্যাম্পুরী ও কাব পতাকা উত্তোলন করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, “স্কাউটিং এমন একটি আন্দোলন যা শিশু-কিশোরদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, সহযোগিতা, আত্মনির্ভরতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। ছোটবেলা থেকেই কাব স্কাউটদের মাঝে মানবিকতা, সততা ও নেতৃত্বগুণ বিকাশ ঘটানোই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। ভবিষ্যৎ প্রজন্মকে সৎ, দক্ষ ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটস কার্যক্রমের অনন্য।”
তিনি আরও বলেন, “আমরা চাই লালপুরের প্রতিটি বিদ্যালয়ে কাব স্কাউটিং কার্যক্রম আরও সম্প্রসারিত হোক। স্কাউটিংয়ের মাধ্যমে শিশুরা যেন সঠিক নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিকতার শিক্ষা নিয়ে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে— সেটিই আমাদের লক্ষ্য।”
এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্কাউটস সদস্যদের নিরাপত্তা,জরুরি মেডিকেল টিম ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার নিশ্চয়তা দেন। ১৯ অক্টোবর, ২০২৫ চার দিনব্যাপী এ ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হবে।

সম্পাদনায়: রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.