রবিবার | ২৬ অক্টোবর, ২০২৫ | ১০ কার্তিক, ১৪৩২

লালপুরে ভূমি অফিসের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ

নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার কদিমচিলান ইউনিয়ন ভূমি অফিসের সংলগ্ন সরকারি রাস্তার জায়গায় অনুমোদন ছাড়াই বাড়ি ও দোকানঘর নির্মাণ করেছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে কদিমচিলান বাজার সংলগ্ন ভূমি অফিসের একমাত্র প্রবেশপথের সরকারি রাস্তা (১নং খতিয়ান, দাগ নং ৪০১) দখল করে কদিমচিলান গ্রামের মজিরউদ্দিনের ছেলে সানোয়ার হোসেন সানা (৪৫) তিনটি দোকানঘর নির্মাণ করেন। একই দাগে একই গ্রামের রান্টু (৪৫) নামের আরেক ব্যক্তি দুই কক্ষবিশিষ্ট একটি টিনশেড বাড়ি নির্মাণ করেন। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা নিষেধ করলেও তারা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সানোয়ার হোসেন সানা বলেন, “আমি আমার জায়গাতেই দোকানঘর নির্মাণ করেছি।” তবে তিনি স্বীকার করেন, জায়গার কোনও কাগজপত্র তার কাছে নেই। রান্টুও দাবি করেন, “আমরা নিজেদের দখলকৃত জায়গায় ঘর তুলেছি, সরকারি জায়গায় নয়।”

এদিকে পার্শ্ববর্তী জমির মালিক হারুনুর রশিদ জানান, “ভূমি অফিসে যাওয়ার একমাত্র রাস্তা এটি। প্রভাব খাটিয়ে সরকারি রাস্তা দখল করে সানা ও রান্টু টিনশেড ঘর ও দোকান তুলেছেন। ইউএনও অফিসে অভিযোগ দিয়েও কোনও ব্যবস্থা পাওয়া যায়নি।” তিনি আরও বলেন, “রাস্তা দখলমুক্ত হলে শুধু ভূমি অফিস নয়, আশপাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের শিক্ষার্থীরাও যাতায়াতে সুবিধা পাবে।”

কদিমচিলান ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মিনহাজুল আবেদীন বলেন, “রান্টু ও সানোয়ার হোসেন ভূমি অফিসের রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। উপজেলা ভূমি অফিস থেকে নোটিশ পাঠানো হলেও তারা তা অমান্য করেছেন। মার্কেট নির্মাণের আগে সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছিল। তবুও তারা দখল ছাড়েননি।”

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, “সরকারি রাস্তা দখলকারীদের বিরুদ্ধে নোটিশ পাঠানো হয়েছে। তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা না সরায়, তবে ভূমি আইনের আওতায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.