
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে রাতের অন্ধকারে দুর্বৃত্তদের হাতে ক্ষতির মুখে পড়েছেন এক পরিশ্রমী কৃষক। উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের কৃষক মাসুদ রানার কলা ও লাউ গাছ কেটে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে তার প্রায় ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার সকালে কৃষক মাসুদ রানা নিজ জমিতে গিয়ে দেখেন—তার প্রায় ১ হাজার ৮০০টি কলাগাছের কাঁদি কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। পাশের জমিতে থাকা লাউ গাছগুলোর গোড়াও কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে জমিজুড়ে পড়ে থাকে ছিন্ন কলাগাছ আর কাটা লাউ।
কৃষকের বাগানে কাজ করা শ্রমিক নুরু বলেন, “আমি অনেক দিন ধরে মাসুদ ভাইয়ের বাগানে কাজ করছি। সকালে এসে দেখি সব কেটে নষ্ট করে দেওয়া হয়েছে—কলা গাছ, লাউ গাছ কিছুই রাখেনি।”
ক্ষতিগ্রস্ত কৃষক মাসুদ রানা বলেন, “দীর্ঘদিন ধরে কলা ও সবজি চাষ করে সংসার চালাচ্ছি। মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু গাছের সঙ্গে এমন নিষ্ঠুরতা কেন? আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ