শনিবার | ২৫ অক্টোবর, ২০২৫ | ৯ কার্তিক, ১৪৩২

পারমাণবিক শক্তি, উৎপাদন, নিরাপত্তা এবং বাস্তব জীবনে প্রয়োগ বিষয়ে ঈশ্বরদীতে লেকচার সেশন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম এবং ঈশ্বরদী প্রেসক্লাব যৌথভাবে পারমাণবিক শক্তি, উৎপাদন, নিরাপত্তা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ বিষয়ে একটি শিক্ষামূলক লেকচার সেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর ) সকালে পারমাণবিক তথ্য কেন্দ্রের  হলরূমে শিক্ষামূলক এই লেকচার সেশন অনুষ্ঠিত হয়।

রাশিয়ার ন্যাশনাল রিসার্চ নিউক্লিয়ার ইউনিভার্সিটি (MEPhI)-এর পারমাণবিক পদার্থবিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-প্রধান প্রফেসর আলেকজান্ডার নাখাবভ লেকচার সেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন।

লেকচার সেশনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের “ফিজিক্যাল স্টার্ট-আপ”,প্যারামিটার বা সূচক পরীক্ষা ও যাচাই ,সেফটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা, “ফিজিক্যাল স্টার্ট-আপ” এবং “পাওয়ার স্টার্ট-আপ” এর পার্থক্য, রিঅ্যাক্টরের ভিতরে পারমাণবিক বিক্রিয়া নিয়ন্ত্রণ, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও দক্ষতা বৃদ্ধি, রিঅ্যাক্টরের পাওয়ার আউটপুট বা শক্তি উৎপাদন বাড়ানো, “ফুয়েল রিলোডিং”, বিদ্যুৎকেন্দ্রের নিরবচ্ছিন্ন ও সার্বক্ষণিক পরিচালনা নিশ্চিত, পারমাণবিক শক্তিকে “সবুজ” ও স্বল্প-কার্বন শক্তি হিসেবে বিবেচনার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তব্য রাখেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হেড অব এইচ আর ⁠মো. আলিউজজামান ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সহ-সাধারন সম্পাদক ওহিদুজ্জামান টিপু। সঞ্চালনা করেন ইমতিয়াজ হুসাইন।

প্রশ্নোত্তর পর্বে আলোচনায় অংশগ্রহণ করেন. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আছমা বেগম, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ও হেড, এইচ আর ⁠মো. আলিউজজামান, উর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা ও ফোকাল পয়েন্ট (গণ মাধ্যম), মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত আহমেদ, সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক আবুল মান্নান টিপু, সাংবাদিক হাসানুজ্জামান, সাংবাদিক শহিদুল্লাহ খান প্রমুখ।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.