লালপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুরে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) উপজেলার লালপুর ইউনিয়নের ডেবরপাড়া গ্রামে এ বৈঠকে শতাধিক নারী অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানার সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা শুকরানা আশরাফীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ইসাহাক আলী। উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোছা. আরজু খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রকৌশলী জাহিদ হাসান প্রমুখ।