বুধবার | ২৯ অক্টোবর, ২০২৫ | ১৩ কার্তিক, ১৪৩২

মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের সাথে এসপির মতবিনিময়

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা সম্পর্কে সচেতনতার উদ্দেশ্যে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর ২০২৫) উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও বিএম কলেজ
মাঠ প্রাঙ্গণে নাটোর জেলা পুলিশের উদ্যোগে লালপুর থানা পুলিশের আয়োজনে এ সভা হয়।
সচেতনতামূলক এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার বড়গ্রাম সার্কেল শোভন চন্দ্র, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকসহ ৬ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


প্রধান অতিথির বক্তব্যে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নাটোর জেলার একটি সমালোচিত স্থান হচ্ছে লালপুর। লালপুরের কতিপয় তরুণ/তরুণী মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণার সাথে যুক্ত আছে, তা প্রায়ই সংবাদপত্রে ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত হচ্ছে। মোবাইল হ্যাকিং, ইমো হ্যাকিং, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকিংসহ বিভিন্ন প্রতারণামূলক কাজে লালপুর উপজেলার কয়েকটি গ্রামের তরুণরা জড়িয়ে পড়েছে। তারা বিভিন্ন উপায়ে মানুষের সাথে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়। গত কয়েক বছরে অর্ধশতাধিক প্রতারক চক্রকে গ্রেপ্তার করা হয়েছে। অতি সম্প্রতি ১১ জন হ্যাকারকে মানুষের কাছে প্রতারণা করে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সুপার বলেন, এই রূপ কর্মকাণ্ডের ফলে লালপুর উপজেলাবাসীদের বদনাম হচ্ছে। তাই জেলা পুলিশ, আইন প্রয়োগের পাশাপাশি মোবাইল হ্যাকিং ও অনলাইনের প্রতারণা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতামূলক কর্মসূচি হাতে নিয়েছে। পুলিশ সুপার জোর গলায় বলেন, শিক্ষার্থীদের সচেতনতাই লালপুরবাসীদের এই বদনাম ঘুচাতে পারে।


পুলিশ সুপারের বক্তব্যের পর উপস্থিত শতাধিক শিক্ষার্থীরা হাত তুলে পুলিশ সুপারকে কথা দেন যে, তারা নাটোরের লালপুরে মোবাইলে প্রতারণা ও অনলাইন হ্যাকিং কেউ করবে না এবং বরং হ্যাকিং প্রতিরোধে তারা কাজ করবে।
ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বলেন, হ্যাকিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করতে হবে একই সাথে তারা তাদের বন্ধু, পরিবার, এলাকাবাসীকে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবেন।
পুলিশ সুপার এই অনুষ্ঠানে মোবাইল হ্যাকিং ও অনলাইন প্রতারণা সংক্রান্ত একটি চমৎকার এবং মনোমুগ্ধকর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.