সোমবার | ৩ নভেম্বর, ২০২৫ | ১৮ কার্তিক, ১৪৩২

কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে রবি মৌসুমের ফসল উৎপাদন বৃদ্ধিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের সূচনা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ।

রোববার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদী জাহান ও সুব্রত কুমার সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, চলতি অর্থবছরে লালপুর উপজেলার মোট ৭ হাজার ৫২০ জন কৃষক এই প্রণোদনার আওতায় আসবেন। এর মধ্যে ৫ হাজার ৮০০ জনকে গম, ৭০০ জনকে সরিষা, ৭০০ জনকে মসুর, ৮০ জনকে খেসারি, ৪০ জনকে শীতকালীন পেঁয়াজ এবং ২০০ জনকে চিনাবাদামের বীজ ও সার দেওয়া হবে।

প্রণোদনা হিসেবে গমচাষিদের জন্য ২০ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হচ্ছে। সরিষা চাষিরা পাবেন ১ কেজি বীজ ও ১০ কেজি করে সার, মসুরের জন্য ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, খেসারির জন্য ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, পেঁয়াজের জন্য ১ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার এবং চিনাবাদামের জন্য ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, সরকারের এই বিনামূল্যের প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অধিক ফলন নিশ্চিত করবে এবং ধীরে ধীরে কৃষিতে স্বনির্ভরতা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।

 

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.