
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে ইটভাটার একটি পুকুরে ডুবে মিসকাত (১১) নামের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বিলমাড়িয়া মডেল একাডেমির ছাত্র।
রোববার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিকেলে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদী সংলগ্ন একটি ইটভাটার পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় মিসকাত। কিছুক্ষণ পর তাকে পানিতে দেখা না গেলে খোঁজাখুঁজি শুরু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মিসকাত মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামের মেহেদী হাসান রনির ছেলে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ