
নাটোর প্রতিনিধি:
নাটোর জেলার লালপুর উপজেলার পদ্মার চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করা ও সন্ত্রাস দমন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে জেলা পুলিশের উদ্যোগে বিশেষ টহল পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য নদীপথে লালপুর উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ চর এলাকা – চর জাজিরা, চর লালপুর ও চর বাহাদুরপুরে এ টহল কার্যক্রমে অংশ নেন।
টহল চলাকালীন পুলিশ সুপারসহ কর্মকর্তারা বিভিন্ন চরে গিয়ে স্থানীয় কৃষক ও জেলেদের সঙ্গে মতবিনিময় করেন। তারা স্থানীয়দের সমস্যা, নিরাপত্তা চ্যালেঞ্জ ও এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “চরাঞ্চলকে সন্ত্রাসমুক্ত রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের অঙ্গীকার। নদী ও চরাঞ্চলে নিয়মিত নৌ টহল পরিচালনার মাধ্যমে আমরা অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”
পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় কৃষক ও জেলেরা বলেন, পুলিশের নিয়মিত উপস্থিতি চরের মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি করেছে। তারা এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ এ নৌ টহলে উপস্থিত ছিলেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, সিনিয়র কর্মকর্তা, লালপুর ও সিংড়া থানার অফিসার ইনচার্জ, নৌ পুলিশের সদস্যসহ প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য।
জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, নদীপথ ও চরাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ নৌ টহল কার্যক্রম নিয়মিতভাবে চালু থাকবে।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ