
ডেস্ক রিপোর্ট :
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন মনোনয়ন বঞ্চিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সমর্থক ও নেতাকর্মীরা।
বুধবার (৫ নভেম্বর, ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনসংলগ্ন রেলগেট এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় শত শত নেতাকর্মী রেলপথে শুয়ে পড়েন এবং প্রায় আধা ঘণ্টাব্যাপী ট্রেন চলাচল বন্ধ করে রাখেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা ‘লালপুর না মাদারীপুর, লালপুর লালপুর। যে টিকিট কর্মী মারে, সেই প্রার্থী মানি না। মানবো না। দেশি না বিদেশি, দেশি দেশি। সন্ত্রাসীদের জননী, মাদারীপুরের গোলাপি।” সহ বিভিন্ন স্লোগান দেন।
এর আগে উপজেলা মহিলা কলেজ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে গোপালপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আজিমনগর রেলগেটে গিয়ে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, “মনোনয়ন ঘোষণার পরপরই জিল্লুর রহমান নামের আমাদের ছাত্রদলের এক কর্মীর ওপর হামলা চালানো হয়েছে। এতে তিনি রক্তাক্ত হন। এমন সন্ত্রাসী মনোভাবের প্রার্থীকে আমরা মেনে নিতে পারি না। টিপু ভাই লালপুর-বাগাতিপাড়ার ত্যাগী ও পরীক্ষিত নেতা, আমরা তার হাতেই ধানের শীষ চাই।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদ উজ্জামান সরকার ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।
এদিকে আগে ৩ ও ৪ নভেম্বর ২০২৫ ফারজানা শারমিন পুতুলের বড় ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের কর্মী সমর্থকরা পুতুলের মনোনয়ন প্রত্যাহারের দাবি জানান। তারা অভিযোগ করে বলেন, মনোনয়ন পাওয়ার সঙ্গে সঙ্গে পুতুল সমর্থকরা দুঃসময়ের কান্ডারী ছাত্রদল কর্মী জিল্লুর রহমানের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে। হামলার প্রতিবাদে তারা ৩ নভেম্বর রাতে উপজেলার গৌরীপুর ও কদিমচিলানে এবং ৪ নভেম্বর বিকেলে গোপালপুর উপজেলা গেট থেকে রেলগেট পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তারা মনোনয়ন পুনর্বিবেচনা করে ডাক্তার ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেয়ার দাবি জানান।
উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লালপুর উপজেলার গৌরীপুরে ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থক ও ছাত্রদল কর্মী মো. জিল্লুর রহমানের ওপর ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ