শনিবার | ৮ নভেম্বর, ২০২৫ | ২৩ কার্তিক, ১৪৩২

নাটোর-১ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট :

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনা ও ছাত্রদল কর্মী মো. জিল্লুর রহমানের ওপর ফারজানা শারমিন পুতুল সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের ছেলে ও দলীয় মনোনয়নপ্রত্যাশী ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে লালপুর উপজেলা পরিষদের সামনে থেকে নাটোর জেলা বিএনপির সদস্য ডা. রাজনের সমর্থকেরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ করে গোপালপুর রেলগেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে লালপুর-বনপাড়া সড়কে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালু ও মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, “যে নেত্রী এখনই কর্মীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করছেন, তিনি ক্ষমতায় গেলে আরও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবেন। লালপুর-বাগাতিপাড়ার জনগণ এমন নেত্রীকে চায় না। আমরা এমন নেতৃত্ব চাই, যিনি বিপদে-আপদে এলাকার মানুষের পাশে থাকবেন।”

উল্লেখ্য, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লালপুর উপজেলার গৌরীপুরে ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থক ও ছাত্রদল কর্মী মো. জিল্লুর রহমানের ওপর ফারজানা শারমিন পুতুলের সমর্থকদের হামলায় তিনি গুরুতর আহত হন।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.