সোমবার | ১০ নভেম্বর, ২০২৫ | ২৫ কার্তিক, ১৪৩২

নাটোরে ছাত্রলীগ কর্মী ছিনতাই: আটক ৩

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী  ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটকরা হলেন—উপজেলার বাকনাই কদমতলা গ্রামের ইকবাল আলীর ছেলে মেহেদী হাসান (২৪), বজলুর রহমানের ছেলে নয়ন আলী (২৫) এবং কৃষ্ণপুর গ্রামের হামিদ প্রামাণিকের ছেলে রাসেল আহমেদ (৩০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ নভেম্বর) বিকেলে বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচ চলাকালে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা সাহিদ আলী (পিতা: জহুরুল ইসলাম, গ্রাম: মাধবপুর) নামের এক ছাত্রলীগ কর্মীকে আটক করে হ্যান্ডকাপ পরান। কিন্তু মাঠে উপস্থিত দলীয় কর্মী ও দর্শকদের চাপে পড়ে পুলিশ হ্যান্ডকাপ খুলে সাহিদকে ছেড়ে দিতে বাধ্য হয়।
এ ঘটনার পর লালপুর থানায় সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পরে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করে পুলিশ।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আটক তিন যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সাহিদ আলী উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সে গত ৩১ মার্চ, ২০২৫ উপজেলার বালিতিতা রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেয়াকে কেন্দ্র করে গুলিবর্ষণ এর ঘটনায় তদন্তাধীন মামলার পলাতক আসামি।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.