
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর থানার গ্যারেজের ভেতর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. আমিরুল ইসলাম পারভেজ (৩৪) উপজেলার রামানন্দপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। তিনি লালপুর থানায় রন্ধনশিল্পী (বাবুর্চি) হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে পারভেজ তার কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (নাটোর-ল-১২২০২৫) থানার গ্যারেজে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর গ্যারেজে ফিরে এসে তিনি দেখেন তার মোটরসাইকেলটি নেই। বিষয়টি আমিরুল ইসলাম পারভেজ স্বীকার করলেও অজানা কারণে এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
এ ঘটনায় উপজেলা জুড়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। স্থানীয়রা বলেন, পুলিশের অবহেলা ও নিস্ক্রিয়তায় চোরের উৎপাত কতটা বেড়েছে তার জলন্ত উদাহরণ এই ঘটনা। থানার ভেতরে যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে কেমন করে?
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।”
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ