সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫ | ২ অগ্রহায়ণ, ১৪৩২

নবেসুমি এলাকায় আখ মাড়াই বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

নাটোর প্রতিনিধি :

নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড (নবেসুমি) এলাকায় অবৈধভাবে আখ মাড়াইয়ের অভিযোগে দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । রবিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার ঢুষপাড়া ও আকবরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভূমি কমিশনার (ভূমি) আবীর হাসানের আদালত। এ সময় দুজন আখ মাড়াইকারীকে পৃথক দুটি মামলায় এক হাজার  টাকা করে জরিমানা করা হয়। সুগার মিলের মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন জানান, মিলের পাঠানো তালিকা অনুযায়ী অবৈধ মাড়াই কলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, পরবর্তী অভিযান থেকে মাড়াইকল জব্দ ও জরিমানা করা হতে পারে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন জানান,  অবৈধভাবে আখ মাড়াই করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী দুইজনকে দুই হাজার টাকা  জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর, ২০২৫ চলতি মৌসুমে ১২৬ কার্যদিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ৬.৫০ শতাংশ হারে প্রায় ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড। এ বছর মানসম্মত আখ উৎপাদনে সহায়তা দিতে কৃষকদের মাঝে ১৫ কোটি টাকা কৃষিঋণ বিতরণ করেছে মিল কর্তৃপক্ষ। মিলের তত্ত্বাবধানে ১৫ হাজার কৃষক ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ চাষ করেছেন, যার মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। এবার প্রতি কুইন্টাল আখের দাম ২৫ টাকা বাড়িয়ে ৬২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের পাওনা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পরিশোধ করা হবে। মিল গেটে প্রতি মন আখের দাম ২৫০ টাকা এবং ক্রয়কেন্দ্রে ২৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.