
নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় অবৈধভাবে আখ মাড়াই ও ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে উপজেলার আব্দুলপুর, নাগদাহ, কৃষ্ণরামপুর, চামটিয়াসহ বিভিন্ন স্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেনের আদালত এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন জানান, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৫টি মামলায় মোট ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ১৬ টিন ভেজাল গুড়, হাইড্রোজ, ফিটকিরি, চিনি ও ভারত থেকে আমদানীকৃত গোখাদ্য জব্দ করা হয়। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ