শুক্রবার | ২১ নভেম্বর, ২০২৫ | ৬ অগ্রহায়ণ, ১৪৩২

থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার,  আটক ১

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি প্রায় ১০দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জসিম (৩২) নামের এক চোরকে রাজশাহীর চারঘাট উপজেলা থেকে আটক করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর, ২০২৫) দুপুরে তাকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক জসিম চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে।
লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামানন্দপুর গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে ও লালপুর থানায় বাবুর্চি হিসেবে কর্মরত মো. আমিরুল ইসলাম পারভেজ (৩৪) তাঁর কালো রঙের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (নাটোর-ল-১২২০২৫) থানার গ্যারেজে রেখে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর গ্যারেজে ফিরে এসে তিনি দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এই ঘটনার পরপরই মোটরসাইকেল উদ্ধারে মাঠে নামে পুলিশ।
অবশেষে বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) দিবাগত রাতে রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় চারঘাটের টাঙ্গন পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পরে জসিমকে আটক করে লালপুর থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন, জসিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মামলা রয়েছে। চুরির ঘটনায় তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার আদালতের মাধ্যমে তাকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।
নাটোর জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, চুরি-ছিনতাইসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে নাটোর জেলা পুলিশ তৎপরতার সাথে কাজ করছে।

সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ

সাব এডিটর, প্রাপ্তিপ্রসঙ্গ

স্বত্ব: নিবন্ধনকৃত @ প্রাপ্তিপ্রসঙ্গ.কম (২০১৬-২০২৩)
Developed by- .::SHUMANBD::.