
নাটোর প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণীসম্পদে হবে উন্নতি”—এ লক্ষ্য বাস্তবায়নে নাটোরের লালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর, ২০২৫) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ব্যবস্থাপনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুল্লাহ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও জুলহাস হোসেন সৌরভ বলেন, প্রাণিসম্পদ উন্নয়নের জন্য প্রযুক্তিগত জ্ঞান সম্প্রসারণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন ও খামারিদের সক্ষমতা বৃদ্ধি মৌলিক ভূমিকা রাখে। তিনি আরও জানান, খামার ব্যবস্থাপনায় সৃজনশীল উদ্যোগ, প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারিত হলে লালপুর তথা জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে। একইসঙ্গে ক্ষতি ও অপচয় এড়িয়ে উৎপাদন বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
আয়োজিত প্রদর্শনী মেলায় মোট ৩৭টি স্টলে উন্নত জাতের মহিষ, গরু, ছাগল, ভেড়া, কবুতর, ময়না-টিয়া, হাঁস-মুরগিসহ বিভিন্ন গৃহপালিত পশু-পাখির সমাহার দেখা যায়। স্টলগুলো পরিদর্শন শেষে মোট ৬টি বিভাগে ১৮ জন খামারিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকলের হাতে তুলে দেওয়া হয় শান্তনা পুরস্কার।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানবিন রুবাইয়া সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার, লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি – তদন্ত) এস.এম. রিয়াজুল হাসান এবং ফায়ার সার্ভিস স্টেশন অফিসার এ কে এম লতিফুল বারীসহ স্থানীয় খামারি ও উদ্যোক্তারা।
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ