
ডেস্ক রিপোর্ট :
নাটোরের লালপুর উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীতা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের তথ্য হালনাগাদ করতে ‘লাইভ ভেরিফিকেশন’ কার্যক্রম শুরু করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়। এই কার্যক্রম ধাপে ধাপে ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে অনুষ্ঠিত হবে। ভাতাভোগীদের নির্ধারিত তারিখে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ভাতাসংক্রান্ত নথি ও নিজ নামে নিবন্ধিত মোবাইল সিম সহ ফোন নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও কাউন্সিল অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর, ২০২৫) উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমাজসেবা অফিস জানায়, দালাল-নির্ভর জটিলতা দূর করা এবং সঠিক তালিকা নিশ্চিত করতে ভাতাভোগীদের সশরীরে যাচাই করা হবে। নির্ধারিত দিনে উপস্থিত না হলে ভাতা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে। ভেরিফিকেশন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে উপজেলা সমাজসেবা অফিসার স্বাক্ষর করে এ সংক্রান্ত নির্দেশনা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পাঠিয়েছেন।
নিম্ন লিখিত সময়সূচি অনুযায়ী লাইভ ভেরিফিকেশন সম্পন্ন হবে:
লালপুর ইউনিয়নে ২৬ ও ২৭ নভেম্বর (বুধবার ও বৃহস্পতিবার), ঈশ্বরদী ইউনিয়নে ২৯ ও ৩০ নভেম্বর (শনিবার ও রবিবার), অর্জুনপুর বরমহাটি ইউনিয়নে ১ ও ২ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার), দুয়ারিয়া ইউনিয়নে ৩ ও ৪ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার), কদিমচিলান ইউনিয়নে ৬ ও ৭ ডিসেম্বর (শনিবার ও রবিবার), ওয়ালিয়া ইউনিয়নে ৮ ও ৯ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার), চংধুপইল ইউনিয়নে ১০ ও ১১ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার), আড়বাব ইউনিয়নে ১৩ ও ১৪ ডিসেম্বর (শনিবার ও রবিবার), দুড়দুড়িয়া ইউনিয়নে ১৫ ও ১৬ ডিসেম্বর (সোমবার ও মঙ্গলবার), বিলমাড়িয়া ইউনিয়নে ১৭ ও ১৮ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার), গোপালপুর পৌরসভায় ২০ ও ২১ ডিসেম্বর (শনিবার ও রবিবার)।
যোগাযোগের জন্য ই–মেইল: [email protected], ফোন: +৮৮০২৫৮৮৮৭৫৪৫৮
সম্পাদনায় : রাশিদুল ইসলাম রাশেদ
সাব এডিটর, প্রাপ্তি প্রসঙ্গ