
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের গুরুদাসপুরে কুখ্যাত মাদক কারবারি শহিদুল ইসলাম ভম্বু (৪৫) ও তার স্ত্রী তানিয়া আক্তার সূর্যকে (৪০) মাদকদ্রব্যসহ আটক করেছে পুলিশ। রোববার (৩০ নভেম্বর, ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেনের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সহকারী হিসেবে জড়িত একই গ্রামের রুবেল আলীকে (২৯) গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
অভিযানে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন ও মাদক ব্যবসার নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতিসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে ৯টি মাদক মামলা। রুবেল আলী দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারের সহযোগী হিসেবে কাজ করতেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ভম্বু পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চুরি ও নানা অপকর্মে জড়িত। গ্রেপ্তার হলেও কিছুদিনের মধ্যেই জামিনে বের হয়ে একই অপরাধে আবার জড়িয়ে পড়েন তারা। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেই মাদক বিক্রির অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। তাই তাদের গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
গুরুদাসপুর থানার ওসি মো. দুলাল হোসেন বলেন, “মাদকমুক্ত গুরুদাসপুর গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং পুলিশের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্পাদনা: রাশিদুল ইসলাম রাশেদ/ উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ /০১-০৩