
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের লালপুরে ক্ষতিকর রাসায়নিক উপাদান টেক্সটাইল রং ও চুন মিশিয়ে মিশিয়ে গুড় তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী ওমর আলী (৪০) উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ফজল রহমানের ছেলে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উপজেলার বালিতিতা ইসলামপুর এলাকার একটি কারখানায় দীর্ঘদিন ধরে ক্ষতিকর রাসায়নিক উপাদান টেক্সটাইল রং ও চুন মিশিয়ে গুড় উৎপাদন করছিলেন ব্যবসায়ী ওমর আলী। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪২ ধারা অনুযায়ী তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় একশ’ কেজি ভেজাল গুড়, ৪০ কেজি চুন ও এক কেজি রং জব্দ করে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান বলেন, খাদ্যপণ্যে অপদ্রব্য মেশানো জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি। ভোক্তাদের সুরক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সম্পাদনা : রাশিদুল ইসলাম রাশেদ /উপসম্পাদক /প্রাপ্তি প্রসঙ্গ/০২-০২